ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি


ফ্রিল্যান্সিং: বর্তমান সময়ে তরুনদের কাছে সবচাইতে আলোচিত একটি শব্দ টি হচ্ছে ফ্রিল্যান্সিং (Freelancing) ফ্রিল্যান্সিং (Freelancing) এর অর্থ হলো স্বাধীন বা মুক্তপেশা। অন্যভাবে বলা যায়, নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা কে ফ্রিল্যান্সিং বলে। এ ধরণের পেশাজীবিকে বলা হয় ফ্রীলেন্সার (Freelacer) বা স্বাধীনপেশাজীবি।

 

আউটসোর্সিং কি : একটু ভাবুন তো আপনার একটি কোম্পানি আছে আপনি কিছু পোস্টার তৈরী করা প্রয়োজন এখন আপনি কি করবেন ? নিশ্চই কোন প্রিন্টিং কোম্পানি অথবা যারা এধরনের কাজ করবেন তাদের সাথে যোগাযোগ করবেন। এখন একটা প্রশ্ন আপনি কেন নিজে কেন করছেন না ? উত্তর টি হচ্ছে আপনি এই সম্পর্কে কিছুই জানেন না। কিন্তু যদি আপনি কাজটি করতে যেতেন তাহলে কি কি জিনিস আপনার দরকার হত।
১. আপনার একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার দরকার হত।
২. একটা ছাপাখানা দরকার হত।
৩. আপনার কাটিং মেশিন দরকার হত।
মোটামোটি এগুলো হলে আপনার পোস্টার টি আপনি তৈরী করতে পারেন। আপনার ২০০০ পোস্টার করার জন্য কত কিছুই না দরকার হত। কিন্তু আপনি যদি অন্য কোন কোম্পানি যারা এই ধরনের কাজটি করে তাদের কে দেন তারা আপনার কাজটি করে দেবে খুব সহজে এটা ও এক ধরনের আউটসোর্সিং। একটি কোম্পানির কাজ অন্য কোন কোম্পানি কে দিয়ে করিয়ে নেয়া। আরো সহজ ভাবে যদি বলতে যাই তাহলে অন্য কোন দেশের অন্য কারো কাজ বাড়িতে বসে ইন্টারনেট এর মাধমে করাই হচ্ছে আউটসোর্সিং।

 

ফ্রিল্যান্সার, ক্লায়েন্ট, মার্কেটপ্লেস, বিট:
যারা বিভিন্ন দরনের কাজ বাসায় বসে করে দেয় তাদের কে ফ্রিল্যান্সার বলে।

ফ্রিল্যান্সিং সাধারনত দুভাবেই করা যায় অনলাইন এবং অফলাইন।

মূলত অনলাইনেই ফ্রিল্যান্সিং বেশী করা হয়ে থাকে যা আমরা একটু আগেই আলোচনা করেছি। উন্নত দেশগুলো কাজের মূল্য বা খরচ কমানোর জন্য তারা নিম্নআয়ের দেশের লোকদের কে দিয়ে সেই কাজগুলো করিয়ে নেন। এ ক্ষেত্রে ক্লায়েন্ট সরাসরি কাজ দেন না কোন ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারদের মাঝে সম্পর্ক করে দেই যে ওয়েবসাইট টি তাকে বলা হয় মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসমার্কেটপ্লেস ক্লায়েন্ট তাদের কাজ গুলো জমা দেয় এবং ক্লায়েন্ট কাজ পোস্ট করার পর ফ্রীলান্সেরা কাজ পাওয়ার জন্য আবেদন করতে হয় তাকেই বিট বলে।

ফ্রীলান্সেরা ক্লায়েন্ট এর পোস্ট কৃত কাজ গুলোতে আবেদন (অনেকটা টেন্ডার এর মত) করার পর ক্লায়েন্ট সেগুলো দেখে যাকে তার কাজের জন্য ভালো মনে হবে তাকে কাজটি দেয়।

 


0 Comments

Newest Oldest